রিয়াল মাদ্রিদ ছাড়াও ১৮ বছর বয়সী মিডফিল্ডারকে দলে টানার দৌড়ে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইনও
চলমান দলবদলে রিয়াল মাদ্রিদের মূল লক্ষ্য কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানো। কিন্তু এখন পর্যন্ত ফরাসি উইঙ্গারকে দলে না টানতে পারলেও ঠিকই আরেক ফরাসি খেলোয়াড়কে দলে টানার দ্বারপ্রান্তে স্প্যানিশ ক্লাবটি। ফরাসি ক্লাব রেনেস থেকে মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ।
সামজিক যোগাযোগমাধ্যমে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো রিয়াল মাদ্রিদে কামাভিঙ্গার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
ফ্যাব্রিজিও রোমানোর ভাষ্যমতে, অ্যাড অন ছাড়া ৩১ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেনেস থেকে কামাভিঙ্গাকে দলে ভেড়াতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রাথমিকভাবে দুই পক্ষই চুক্তির ব্যাপারে একমত হয়েছে। আজ মঙ্গলবারেই আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে। তবে গতকাল রাতেই কামাভিঙ্গার মেডিকেল টেস্ট হয়ে গেছে।
তবে রিয়ালের সঙ্গে কামাভিঙ্গা কত বছর মেয়াদী চুক্তিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তা অবশ্য খোলাসা করেননি রোমানো। স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলার মাধ্যমে কামাভিঙ্গার বার্ষিক পারিশ্রমিকের ব্যাপারেও কিছু জানাননি রোমানো।
রোমানো জানান, রিয়াল মাদ্রিদ ছাড়াও ১৮ বছর বয়সী মিডফিল্ডারকে দলে টানার দৌড়ে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইনও। তবে কামাভিঙ্গা বেছে নিয়েছেন ৩৪ বারের লা লিগা চ্যাম্পিয়নদেরই।
মতামত দিন