ছয় মারার ঘটনা থেকেই বোঝা যাচ্ছে আসন্ন আইপিএলে এত সহজে ছাড় দিচ্ছেন না তিনি
স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার আগেই ক্রিস গেইল নিজের দল পাঞ্জাব কিংস শিবিরকে বুঝিয়ে দিলেন আইপিএল-এ খেলতে পুরোপুরি “ফর্মে” আছেন তিনি।
আর এর জন্য দায়ী ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ (সিপিএল)-এর আসরে ভিআইপি বক্সের কাচ ভেঙে গেইলের মারা ছক্কা।
ম্যাচে বেশি রান করতে না পারলেও গেইলের ছক্কা মেরে ক্যাচ মারার ঘটনা থেকেই বোঝা যাচ্ছে এত সহজে ছাড় দিচ্ছেন না গেইল।
প্রসঙ্গত, চলতি সিপিএল-এর দ্বিতীয় ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে বার্বাডোজ রয়্যালসের বিপরীতে মাঠে নামেন গেইল। ম্যাচে বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডারের ছোড়া পঞ্চম ওভারের পঞ্চম বলটি ছক্কা মারেন গেইল। এ সময় বলটি ভিআইপি বক্সের কাঁচে যেয়ে লাগলে কাঁচ ফেটে যায়। ম্যাচে ৯ বলে একটি চার ও একটি ছক্কা মেরে ১২ রানে আউট হন গেইল। তবে বার্বাডোজকে ২১ রানে পরাজিত করেছে তার দল।
এদিকে ম্যাচে গেইলের একমাত্র ছোড়া ছক্কাটি ভিআইপি বক্সের কাঁচে লাগার ছবি ও ভিডিও শেয়ার করেছে সিপিএল কর্তৃপক্ষ। আর শেয়ারের পর থেকেই আলোচনার ঝড় তুলেছে ছবিটি।
A SMASHING HIT by the Universe Boss @henrygayle sees him with the @OmegaXL hit from match 2. #CPL21 #BRvSKNP #CricketPlayedLouder #OmegaXL pic.twitter.com/8001dFwNWQ
— CPL T20 (@CPL) August 27, 2021
মতামত দিন