‘এমবাপ্পেকে যেতে হলে পিএসজি’র শর্তানুযায়ী যেতে হবে’
ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পের জন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রস্তাবিত মূল্য প্রত্যাখ্যান করেছে তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বুধবার (২৫ আগস্ট) ফরাসি ক্লাবের ক্রীড়া পরিচালক লিওনার্দো বিএফএম এবং আরএমসি স্পোর্টকে প্রত্যাখানের বিষয়ে বলেন, তাদের প্রস্তাবটি যথেষ্ট নয়।
মঙ্গলবার স্প্যানিশ এবং ফরাসি মিডিয়াগুলোর বরাতে জানা যায়, রিয়াল এই ২২ বছর বয়সী বিশ্বকাপ বিজয়ীর খেলোয়াড় যিনি গত মৌসুমে সুযোগ পেলে স্পেনে চলে আসতে চান বলে জানিয়েছিলেন, তার জন্য ১৬০ মিলিয়ন ইউরো (১ হাজার ৬০৪ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশি টাকা) পর্যন্ত মূল্য প্রস্তাব দিয়েছে।
সম্প্রতি বার্সেলোনা থেকে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে চুক্তি করা পিএসজি এমবাপ্পের বিষয়ে জানায়, তারা রিয়ালের সঙ্গে এ বিষয়ে আবার আলোচনা করার পরিকল্পনা করেনি এবং এমবাপ্পে যদি চলে যেতে চায় তাহলে তাকে পিএসজির শর্তানুযায়ী যেতে হবে।
লিওনার্দো বলেন, এমবাপ্পে চলে যাবেন এমনটি আমার কাছেও পরিষ্কার। তবে আমাদের লক্ষ্য চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে রেখে দেওয়া। যদি কোনো খেলোয়াড় চলে যেতে চায় তাহলে সেটা অবশ্যই আমাদের শর্তাবলীর অধীনে হবে। এটি শুধু কাইলিয়ানের ক্ষেত্রেই নয়, সব খেলোয়াড়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
লিওনার্দো ১৬০ মিলিয়ন ইউরোর পরিসংখ্যান নিশ্চিত না করলেও জানান সংখ্যাটি “প্রায় কাছাকাছি” মন্তব্য করে বলেন, আমরা মনে করি সংখ্যাটি কাইলিয়ানের বর্তমান মূল্য থেকে অনেক দূরে।
উল্লেখ্য, এমবাপ্পে ২০১৭ সালে এএস মোনাকো থেকে পিএসজিতে যোগদান করেন। প্রথমে ধারে এবং তারপর এক বছর পরে ১৮০ মিলিয়ন ইউরো (১ হাজার ৮০৫ কোটি টাকা) মূল্যের একটি চুক্তিতে স্থায়ীভাবে।
মতামত দিন