‘এ’ টিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফরমেন্স টিমের মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচ বাতিল করা হয়েছে
পেসার আবু জায়েদ রাহীর শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ‘এ’ টিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফরমেন্স টিমের মধ্যে অনুষ্ঠিতব্য তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ বাতিল করা হয়েছে।
সংশোধিত সূচিতে ম্যাচগুলো আয়োজনে বিসিবি কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, দুই দলের ক্রিকেটারদেরকেই একাধিকবার কোভিড পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষায় রাহী, ব্যাটসম্যান নাজমুল হোসেন এবং স্পিনার নাইম হাসানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষা নাইম এবং নাজমুলের শরীরে সংক্রমণ ধরা না পড়লেও অপরিবর্তিত থাকে রাহীর অবস্থা।
সিরিজের অন্যান্য খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাচ বাতিল করে বিসিবি।
বর্তমানে হাই পারফরমেন্স টিম চট্টগ্রামে আছে।
মঙ্গলবার এক বিসিবি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “আমরা নতুন সূচি নিয়ে কাজ করছি। সিরিজ অন্তত এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।”
পূর্বঘোষিত সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ তিনটি আগামী ২,৪ ও ৬ সেপ্টেম্বর এবং চার দিনের সিরিজটি ৯ সেপ্টেম্বর শুরুর কথা ছিল।
মতামত দিন