দেশটির নারী-পুরুষ ফুটবলারদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে তারা
গত সপ্তাহে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর দেশটির অনেকেই আতঙ্কগ্রস্ত। দেশটির ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরাও এর বাইরে নয়। দুঃসময়ে তাই আফগান ফুটবলারদের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। দেশটির নারী-পুরুষ ফুটবলারদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে তারা।
ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
ফাতমা সামোরা রবিবার (২২ আগস্ট) বলেন, ‘‘আমরা ফিফপ্রোর সঙ্গে কাজ করার প্রক্রিয়ায় আছি।’’
আরও পড়ুন- কাবুলে আটকে পড়া পরিবার নিয়ে দুশ্চিন্তায় রশিদ খান
তিনি আরও জানান, অতীতেও আমরা এভাবে সহযোগিতা করেছি, এখনও করতে চাই।
ফিফার সঙ্গে আফগান ফুটবলারদের সহায়তায় নিজেদের একাত্মতার কথা জানিয়েছে ফিফপ্রোও। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তারা জানায়, ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের জন্য একটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের সঙ্গে পেশাদার ফুটবলারদের সংগঠনটি যোগাযোগ করছে।
আরও পড়ুন- মার্কিন বিমানের চাকায় পাওয়া দেহাবশেষ আফগান ফুটবলারের
উল্লেখ্য, তালেবানদের হাতে আফগানিস্তানের দখল নেওয়ার পর আতঙ্কিত মানুষ দ্রুত দেশ ত্যাগের চেষ্টা করলে দেশটির বিমানবন্দরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে ১৯ বছর বয়সী আফগান ফুটবলার জাকি আনওয়ারি উড়োজাহাজের ঝুলে দেশত্যাগের চেষ্টা করতে গেলে নিচে পড়ে গিয়ে প্রাণ হারান। তার মৃত্যুতে ফিফা শোক প্রকাশ করে। বৃহস্পতিবার আফগান জাতীয় দলের এই তরুণ ফুটবলারকে শ্রদ্ধা জানানো হয়।
মতামত দিন