ইউরোপের অনেক ক্লাবের নজরে থাকলেও নরওয়ের এই তরুণ স্ট্রাইকার স্পেনে যেতেই বেশি আগ্রহী
চলমান গ্রীষ্মকালীন দলবদলে খরচ করার জন্য ক্লাবের ফান্ডে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। দলবদলের বাজারে স্প্যানিশ ক্লাবটির প্রধান লক্ষ্য ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু দলবদলের সময় শেষ হওয়ার আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও পিএসজি তাদের আক্রমণভাগের অন্যতম বড় এই অস্ত্রকে রিয়ালের কাছে ছাড়বে কি-না তা এখনও অনিশ্চিত।
কোনো কারণে যদি এমবাপ্পেকে দলে টানতে ব্যর্থ হয়, তাহলে নরওয়ের আর্লিং হাল্যান্ডকে দলে ভেড়ানোর দৌড়ে নামবে রিয়াল। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
শুধু রিয়ালই যে এমবাপ্পেকে দলে টানতে আগ্রহী তা নয়। ২১ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডও ১৩ বারের ইউরোপসেরা দলের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন। এ কারণেই বারবারই প্রকাশ্যে পিএসজির অফার করা নতুন চুক্তিতে দূরে ঠেলেছেন এমবাপ্পে।
এমবাপ্পের জন্যে প্রাথমিকভাবে অফারও করেছে স্প্যানিশ ক্লাবটি। কিন্তু রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে ফরাসি তরুণকে দেখা যাবে কি-না সেই সিদ্ধান্ত অনেকটাই নির্ভরশীল পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির ওপরে।
কোনো কারণে এমবাপ্পে এ মৌসুমে স্পেনে না এলে রিয়াল মাদ্রিদের প্রধান টার্গেট হয়ে উঠবেন বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। রিয়াল ছাড়াও নরওয়ের এই তরুণ ফরোয়ার্ড অনেকদিন ধরেই ইউরোপের বিভিন্ন ক্লাবের নজরে রয়েছেন। তবে বিভিন্ন গণমাধ্যমের ভাষ্যমতে, নরওয়ের এই স্ট্রাইকার স্পেনে যেতেই বেশি আগ্রহী।
গত এপ্রিলে স্পেনের ভালদেবেবাসে রিয়াল মাদ্রিদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে লুইস অ্যাঞ্জেল ও স্কাউট জুনি ক্যালাফাতের সঙ্গে বৈঠকে বসেছিলেন আর্লিং হাল্যান্ডের বাবা আলফ ইঞ্জে হাল্যান্ড এবং এজেন্ট মিনো রাইওলা।
বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তের সঙ্গেও তাদের বৈঠক হয়েছিল। তবে বার্সেলোনার সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু না হলেও রিয়ালের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছিল বলে জানা যায়। এর কারণ ২১ বছর বয়সী স্ট্রাইকারকে দলে টানার মত অর্থ এখন বার্সেলোনার কাছে নেই। পক্ষান্তরে, এক্ষেত্রে রিয়ালের অবস্থান পুরোই বিপরীত।
বরুশিয়া ডর্টমুন্ড অবশ্য তাদের মূল স্ট্রাইকারকে এখনই ছেড়ে দিতে আগ্রহী নয়। তবে এটিও সত্যি, সামনের মৌসুমে হাল্যান্ডের বাই আউট ফি অনুযায়ী ৭৫ থেকে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়েই ছেড়ে দিতে হতে পারে তাকে। হয়ত ১০০ মিলিয়ন ইউরো বা এর বেশি ট্রান্সফার ফিয়ের অফার পেলে তারা রাজি হয়েও যেতে পারে।
মতামত দিন