‘এ এক উন্মাদনা। একজন মহাতারকা এসেছেন’
ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী মহাতারকা লিওনেল মেসির পদার্পণ। বীরের বেশে তাকে বরণ করে নিয়েছে ভালোবাসার শহর প্যারিস।
মঙ্গলবার (১০ আগস্ট) তাকে বহনকারী বিমানটি ফ্রান্সের রাজধানীতে পৌঁছায়। ইতোমধ্যে পিএসজির সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন তিনি।
বিষয়টি ফরাসি জায়ান্ট পিএসজির জন্য যতখানি আনন্দের, ঠিক ততখানি খুশির প্যারিসবাসীর জন্য। ফুটবলের এ মহাতারকাকে একনজর দেখতে শহরের রাস্তায় ভিড় করেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন- প্যারিসে মেসি, নতুন অধ্যায়ের শুরু
এদিন “দিস ইজ প্যারিস” লেখা টি-শার্ট পরে প্যারিসে নামেন মেসি। লে বুর্গে বিমানবন্দরে তাকে একঝলক দেখতে পেয়েছিল ভক্তরা। ওইটুকু সময়ে হাত নেড়ে ভালোবাসা জানাতে ভোলেননি আর্জেন্টাইন জাদুকর।
আইফেল টাওয়ারে ভেসে উঠেছে মেসির ছবি। ভক্তরা তখন গলা ফাটাচ্ছে “মেসি, মেসি, মেসি...”। ওদিকে আকাশে ফুটছে একের পর এক আতশবাজি।
আরও পড়ুন- কান্নায় ভেঙে মেসি বললেন: বার্সেলোনা আমার বাড়ি, আমি থাকতে চেয়েছিলাম
মেসিকে দেখে পিএসজি ভক্ত ফ্লোরেন্ত চাভ্যু বলেন, “এ এক উন্মাদনা। একজন মহাতারকা এসেছেন।”
স্প্যানিশ গণমাধ্যম এল এক্যুইপে জানিয়েছে, মঙ্গলবার পিএসজিতে মেসির মেডিকেল পরীক্ষা হবে। বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে ক্লাব।
সাবেক সতীর্থ নেইমার আর উদীয়মান তারকা কিলিয়ান এম্বাপ্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মেসি পিএসজিকে কতদূর এগিয়ে নিয়ে যান সেটাই এখন দেখার অপেক্ষা।
মতামত দিন