ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট সংগ্রহ করার বিরল খেতাব অর্জন করেছেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট সংগ্রহ করার বিরল খেতাব অর্জন করেছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সাকিব তার রেকর্ডের খাতায় আরেকটি নতুন পালক যোগ করেন।
সাকিবের ঝুলিতে আগে থেকেই এক হাজার ৭০৭ রান থাকলেও শত উইকেট থেকে মাত্র দুই উইকেট পিছিয়ে ছিলেন।
বাঁহাতি এই স্পিনার প্রথমে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েডকে আট ওভারে আউট করেন এবং তারপর ১২ নম্বর স্থানে খেলতে নামা অ্যাশটন টার্নারকে আউট করে শত উইকেটের বিরল উচ্চতায় পৌঁছে যান।
সাকিবের সবচেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি এক হাজার ৪১৬ রান এবং ৯৮ উইকেটের মালিক।
মতামত দিন