২০২৪ সালে ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হবে অলিম্পিকের ৩৩তম আসর
অবশেষে পর্দা নামলো টোকিও অলিম্পিকের। রবিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাকের ঘোষণার মধ্য দিয়ে নানা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে চলা ১৬ দিনের বিশ্ব মহাযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
জাপানের রাজধানীতে অনুষ্ঠেয় এবারের অলম্পিকটি ছিলো সত্যিই বিশেষ। অলিম্পিকের এবারের আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গত বছর। কিন্তু করোনাভাইরাস মহামারির বৈশ্বিক সংক্রমণের কারণে পিছিয়ে যায় অলিম্পিক আয়োজন। জাপানে পাল্লা দিয়ে বাড়া কোভিড সংক্রমণের এ বছরের আলিম্পিক আয়োজনও ছিল সন্দিহান। তবে সব সন্দেহের অবসান ঘটিয়ে গত ২৩ জুলাই অলিম্পিক মশাল প্রজ্বলনের মাধ্যমে পর্দা ওঠে "দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ" এর।
অ্যাথলেট থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী, আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক সবাইকে উদ্দেশ্য করে আইওসি প্রেসিডেন্ট থমাস বাক বলেন, "আমরা সবাই একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা এ সময়ে বিশ্বকে সবচেয়ে মূল্যবান জিনিসটি উপহার দিয়েছেন, সেটি হলো আশা। এখন আমাকে টোকিওতে সবচেয়ে চ্যালেঞ্জিং অলিম্পিক যাত্রার সমাপ্তি চিহ্নিত করতে হবে- আমি ৩২তম অলিম্পিক গেমসের সমাপ্তি ঘোষণা করছি।"
সমাপনী অনুষ্ঠানে জাপানের সংস্কৃতি, লোকাচার, রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্থানকে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে কিভাবে জাপান মারাত্মক সব ভূমিকম্প, সুনামি এবং ২০১১ সালে ঘটে যাওয়া পারমানবিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়েছে তাও দেখানো হয়েছে। সমাপণী অনুষ্ঠান শেষ হতেই সাদা এবং সোনালী রঙের আতশবাজিতে ভরে ওঠে টোকিও অলিম্পিক স্টেডিয়ামের চারপাশ। দর্শকহীন স্টেডিয়ামে খেলা আয়োজন করার কারণেই আতশবাজির জন্য এই রঙ বেছে নেওয়া হয়।
২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মোট ১৬ দিনে ৫০টি ডিসিপ্লিনে মোট ৩৩৯টি স্বর্ণপদকের জন্য লড়াই ছিল এবারের অলিম্পিকে। ২০৬টি দেশের মোট ১১,৬৫৬ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন এবারের অলিম্পিকে। করোনাভাইরাসের কারণে ছিল কড়া বিধিনিষেধের ফলে অলিম্পিক ভিলেজে নানা সমালোচনারও শিকার হতে হয় আয়োজকদের। তারপরেও অলিম্পিক চলচকালে উল্লেখযোগ্যসংখ্যাক অ্যাথলেট করোনাভাইরাসে আক্রান্ত হন। তবুও সংক্রমণের ভয়াবহতা ঠেকাতে দর্শকবিহীন স্টেডিয়ামেই বিভিন্ন ইভেন্ট আয়োজিত হয়।
২০১৬ সালের অলিম্পিকের মতো এবারের টোকিও অলিম্পিকেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলো যুক্তরাষ্ট্র। ৩৯টি সোনা, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জসহ ১১৩টি পদক জিতে নেয় মার্কিনরা। ৩৮টি সোনা, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ জয়ের মাধ্যমে ৮৮টি পদক নিয়ে তাদের পেছনে দ্বিতীয় অবস্থানে থেকে অলিম্পিক শেষ করে চীন।
তবে গতকাল পর্যন্তও সোনার লড়াইয়ে ৩৮-৩৬ ব্যবধানে এগিয়ে ছিল চীনারা। কিন্তু শেষদিনে নারী বাস্কেটবল, নারী ভলিবল ও সাইক্লিংয়ে সোনা জিতে চীনকে টপকে যায় মার্কিনরা।
তৃতীয় থেকে পঞ্চম স্থানে ছিল যথাক্রমে জাপান, যুক্তরাজ্য ও রাশিয়া। ২৭টি সোনা, ১৪টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ-সহ ৫৮টি পদক জিতে নেয় অলিম্পিক আয়োজকরা। চারে থাকা যুক্তরাজ্য ২২টি সোনা, ২১টি রুপা ও ২২টি ব্রোঞ্জের মাধ্যমে জিতে নিয়েছে মোট ৬৫টি পদক। আর পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া জিতেছে ৭১টি পদক, যার মধ্যে ২০টি সোনা, ২৮টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ।
এছাড়া, পদক তালিকার ছয় থেকে দশে ছিলো যথাক্রমে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ইতালি।
সমাপনী অনুষ্ঠানে তুলে ধরা হয়েছিল অলিম্পিকের পরবর্তী আয়োজক প্যারিসকেও। তিন বছর পর ২০২৪ সালে ফ্রান্সের রাজধানীতেই অনুষ্ঠিত হবে অলিম্পিকের ৩৩তম আসর। ১৯২৪ সাল অর্থাৎ ১০০ বছর পর প্যারিসে অলিম্পিক আয়োজিত করতে যাচ্ছে।
আগামী ২৪ আগস্ট থেকে জাপানের টোকিওতে শুরু হবে প্যারা অলিম্পিক।
মতামত দিন