এমিলিয়ন দক্ষিণ লিসবনের ট্রোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন
সাবেক জার্মান এবং চেলসি মিডফিল্ডার মাইকেল বালাকের ১৮ বছরের বয়সী ছেলে এমিলিও একটি চার-চাকার মোটরবাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্তুগালের লিসবনে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিরর।
শহরটির জরুরি সেবা কার্যক্রমের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এমিলিয়ন দক্ষিণ লিসবনের ট্রোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখানে স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দমকলবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সাহায্যের জন্য ছুটে এসে দেখেন, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
একটি পর্তুগিজ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাইকেল বালাক বছরখানেক আগে ওই এলাকায় একটি বাড়ি কেনেন। এমিলিও বাড়ির কাছে ট্রোয়ায় একটি অসম জমির উপর ঘুরে বেড়াচ্ছিলেন, তখন একটি কোয়াড বাইক (সমুদ্রের পাড়ে চালানোর জন্য চার চাকার বাইক) পেছন দিকে গড়িয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মতামত দিন