ম্যাচসেরা ইনিংস খেলে সাকিব অপরাজিত থেকেছেন ৯৬ রানে
২০০৯ সালে শেষবার জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। এক যুগ পর জিম্বাবুয়েতে আবার সিরিজ জয় টাইগারদের। আজ হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতেছে ৩ উইকেটে।
২৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উউকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ম্যাচের শেষ ওভারের প্রথম বলে।
ম্যাচসেরা ইনিংস খেলে সাকিব অপরাজিত থেকেছেন ৯৬ রানে। তার সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে সাইফুদ্দিন অপরাজিত থেকেছেন ২৮ রানে।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪০ রানের পুঁজি পায় তারা মুজারাবানি ৫৬ , টেলর ৪৬ রান করেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৪ টি, সাকিব ২ টি, মিরাজ, তাসকিন ও সাইফুদ্দিন ১ টি করে উইকেট নেন।
অথচ ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা সাবধানেই করেছিল বাংলাদেশ। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় এক পর্যায়ে স্কোর দাঁড়িয় ১৭৩ রানে ৭ উইকেট! কঠিন এই পরিস্থিতিতেই একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন সাকিব। সাথে যোগ্য সঙ্গ দেন সাইফ। দলের পক্ষে মাহমুদউল্লাহ ২৬, লিটন ২১ এবং তামিম ২০ রান করেন।
মতামত দিন