প্রথম রাউন্ডে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড
এ বছরের শেষের দিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২২ এর প্রথম রাউন্ডে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড।
শুক্রবার (১৬ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গ্রুপগুলো ঘোষণা করেছে।
২০২১ সালের ২০ মার্চ পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই গ্রুপগুলো বাছাই করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে গ্রুপ এ-তে শ্রীলঙ্কার মোকাবিলা করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া।
এদিকে সুপার-১২ এর গ্রুপ-১ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সাথে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুই দল যোগ দিবে। একইভাবে সুপার-১২ এর গ্রুপ-২ এ সাবেক চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সাথে প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুই দল যোগ দিবে।
উল্লেখ্য, এ বছরের ১৭ অক্টোবর থেকে ১৪ ই নভেম্বর পর্যন্ত ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই বিশ্ব ইভেন্টের আয়োজন করবে।
মতামত দিন