বৃহস্পতিবার এক সংবাস সম্মেলনে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান
করোনাভাইরাস মহামারি চলাকালীন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারদের বেতন যেখানে কমেছে, সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাস সম্মেলনে এ তথ্য জানানবি সিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ।
তিনি বলেন, মহামারির মধ্যে যখন অন্য বোর্ডের খেলোয়াড়, কর্মকর্তাদের বেতন কমছে। সেখানে আমি উলটো ১০-১২% বেতন বাড়ানোর জন্য বোর্ড সভাপতিকে নাজমুল হাসানকে অনুরোধ করেছি ।
আকরাম জানান, নতুন বেতন কাঠামো এ বছরের কেন্দ্রীয় চুক্তি অনুসারে কার্যকর করা হবে। তবে কেন্দ্রীয় চুক্তির বিষয়টিরই এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি।
এ বিষয়ে তিনি বলেন, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার পরেই নির্বাচকদের সাথে আলোচনা করা হয়েছে এবং খুব শীঘ্রই খেলোয়াড়দেরও এ বিষয়ে চিঠিটা পাঠিয়ে দেওয়া হবে। তাদের উত্তর পেলেই চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে।"
মতামত দিন