বুধবার (২৬ মে) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করে
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ভালো করায় বোলারদের ক্যাটাগরিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)নতুন র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই বোলার মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
বুধবার (২৬ মে) ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। নতুন এই র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ ২ নম্বরে উঠে এসেছেন। এর আগে তিনি ৫ নম্বরে ছিলেন। এর মাধ্যমে তৃতীয় বাংলাদেশি হিসেবে কোনো বোলার শীর্ষ দুইয়ে থাকার কৃতিত্ব অর্জন করলেন।
অন্যদিকে, লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এই র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে বাঁহাতি এ পেসার পঞ্চম স্থানে ছিলেন। এরপরই শীর্ষ দশ থেকে ছিটকে পড়েন তিনি।
মতামত দিন