গত বছর পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিও বাদ পড়ে যায় করোনাভাইরাসের কারণে
নতুন করে করোনাভাইরাস মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায়, আগামী জুনে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেট বাতিল করা হয়েছে বলে বুধবার (১৯ মে) নিশ্চিত করেছেন শীর্ষ আয়োজকরা।
এর আগে গত বছর পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিও বাদ পড়ে যায় করোনাভাইরাসের কারণে।
এ বিষয়ে শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহি অ্যাশলে ডি সিলভা বলেন, ‘‘বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের জুনে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।”
তিনি আরও জানান, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টুর্নামেন্টটি পিছিয়ে রাখতে হতে পারে। কেননা বেশিরভাগ দলই ইতোমধ্যে আগামী দু’বছরের জন্য নিজেদের সূচির পরিকল্পনা করে রেখেছে।
ডি সিলভা বলেন, এ ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি) খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষনা দেবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহে দক্ষিণ এশিয়া জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ। সংক্রমণ রোধে অনেক দেশই নিষিদ্ধ করেছে বিমান চলাচল।
মতামত দিন