২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছেন রনদিভ। সে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারত
শ্রীলঙ্কার ডানহাতি অফ-স্পিনার সুরাজ রনদিভ, যিনি শ্রীলঙ্কার আইসিসি ২০১১ বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছিলেন, তিনি এখন অস্ট্রেলিয়ায় বাস ড্রাইভার হিসেবে কাজ করছেন।
নাইন নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, নিজ দেশ শ্রীলঙ্কা ছেড়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। মেলবোর্নে ফরাসিভিত্তিক বাস কোম্পানি "ট্রান্সডেভ" এর হয়ে বাসচালকের চাকরি করে সংসার চালাচ্ছেন এই স্পিনার।
সুরজ ছাড়াও শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের আরও দুজন ক্রিকেটার চিন্থাকা নমস্তে এবং ওয়াডিংটন এমওয়েঙ্গা অস্ট্রেলিয়ায় চলে এসেছেন এবং “ট্রান্সডেভ” নামে পরিচিত একটি ফরাসি ভিত্তিক কোম্পানির জন্য মেলবোর্নে বাস ড্রাইভার হিসেবে কাজ করেছেন।
আন্তর্জাতিক মঞ্চে শ্রীলঙ্কার হয়ে রনদিভ ২০০৯ সালে প্রথম ম্যাচ খেলেন। ১২ টেস্টে ৪৩, ৩১ ওয়ানডেতে ৩৬ এবং ৭টি-টোয়েন্টিতে ৭টি উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। ব্যাট হাতেও জ্বলে উঠতে দেখা যেত তাকে। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসেও খেলেছেন তিনি।
রনদিভ খেলেছেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালেও। সে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারত। রনদিভ বল হাতে ৯ ওভারে ৪৩ দিয়েছিলেন সে ম্যাচে। তবে কোনো উইকেট পাননি। পাঁচ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনের বাইরে আছেন তিনি। তবে ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি ৩৬ বছর বয়সী এ স্পিনার।
Suraj Randiv, Former Sri Lanka Cricketer, Along With Chinthaka Jayasinghe and Waddington Mwayenga Now Working As Bus Drivers in Melbourne (Watch Video)#Cricket #SurajRandiv https://t.co/VUU8zNLI63
— LatestLY (@latestly) February 27, 2021
সুরজ সম্প্রতি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতের বিরুদ্ধে চার ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফির প্রস্তুতিতে সাহায্য করেছিলেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে ৩৬ বছর বয়সী এই ব্যক্তি জানান, "মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অনুশীলনে সাহায্য করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আমাকে ফোন করেছিল এবং সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনি।"
মতামত দিন