ম্যারাডোনাকে দলে পেয়ে নিজেদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলোতে সংক্ষিপ্ত একটি ভিডিও পোস্ট করেছে মেক্সিকান ওই ক্লাবটি।
মেক্সিকোর একটি ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তী আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। দেশটির দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস-এর দায়িত্ব পালন করবেন তিনি।
ম্যারাডোনাকে দলে পেয়ে নিজেদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলোতে সংক্ষিপ্ত একটি ভিডিও পোস্ট করেছে মেক্সিকান ওই ক্লাবটি। ওই ভিডিওতে ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছে, ‘স্বাগতম ম্যারাডোনা’ এবং ‘মেক ইট ১০’ বার্তা।
¡Bienvenido Diego al Gran Pez! 🐠#HazlaDePez #HazlaDeDiez pic.twitter.com/JeI92ALJcL
— #HazlaDeDiez (@Dorados) September 6, 2018
ইএসপিএন-এর বরাতে জানা গেছে, বুধবার ম্যারাডোনা ও দারাদোস-এর মধ্যে আলোচনা হয় এবং বৃহস্পতিবার মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এই সংবাদ সম্পর্কে নিশ্চত হওয়া সম্ভব হয়েছে।
মতামত দিন