১ জুন থেকে বিশ্বকাপ শেষ হওয়ার ১৮ জুলাই পর্যন্ত গবেষণার সময় বেছে নিয়েছিল ‘ক্যান্টর স্পোর্টস’। এ সময় তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারকে নিয়ে করা সব ধরনের পোস্ট পর্যবেক্ষণ করেছে।
রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি নেইমার জুনিয়র। মাঠে বারবার অভিনয়ে করে পড়ে যাওয়া কারণে সমালোচিতও হয়েছেন বেশ। সব মিলিয়ে বেশ ভাটা পড়েছে তাঁর জনপ্রিয়তায়।
বিশ্বকাপে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বাজে পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ইমেজেও বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারকে নিয়ে এমনিতেই অনেক আলোচনা হয়। বিশ্বকাপে তাঁর ‘ডাইভ’ দেওয়ার প্রবণতা নিয়ে ভীষণ সমালোচনা চলছে। ব্যাপারটি নেতিবাচক প্রভাব ফেলেছে নেইমারের ইমেজে। এতে তাঁর জনপ্রিয়তা বেশ নেমে গেছে বলে তথ্য-উপাত্ত দিয়ে জানিয়েছে ইংল্যান্ডের তথ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ক্যান্টর স্পোর্টস’। এক গবেষণায় তাঁরা বিষয়টি জানিয়েছে।
১ জুন থেকে বিশ্বকাপ শেষ হওয়ার ১৮ জুলাই পর্যন্ত গবেষণার সময় বেছে নিয়েছিল ‘ক্যান্টর স্পোর্টস’। এ সময় তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারকে নিয়ে করা সব ধরনের পোস্ট পর্যবেক্ষণ করেছে।
বিশ্বকাপে নেইমার মাঠে নামার আগে তাঁকে নিয়ে ৫১ শতাংশ পোস্ট ছিল নিরপেক্ষ। প্রশংসা করে ২১ শতাংশ পোস্ট হয়েছে। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যাওয়ার পর নেইমারের প্রশংসাসূচক পোস্ট নেমে এসেছে তলানিতে—মাত্র ১ শতাংশ! এই গবেষণায় তারা আরও জেনেছে, নেইমারকে নিয়ে প্রতি ১০০ পোস্টের মধ্যে গড়ে মাত্র ১টি ছিল ইতিবাচক।
মজার ব্যাপার হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তাঁর নিজ ভূমি ব্রাজিলেই। ক্রমতে এরপর আছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স ও ইংল্যান্ড।
মতামত দিন