বার্সার লোভনীয় প্রস্তাবের কাছে হার মানতে হল কাতালান ক্লাবটিকে।
বোর্দো থেকে রোমায় যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমের। মৌখিক কথাবার্তাও পাঁকা হয়ে গিয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে ম্যালকমকে নিজেদের দলে টেনে নিয়েছে বার্সেলোনা।
রোমায় যোগ দেওয়ার জন্য মেডিক্যাল পরীক্ষা দিতে বিমানে যাওয়ার কথা ছিল। কিন্তু, বার্সার প্রস্তাব পেয়ে মন ঘুরে গিয়েছে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের। আর তাই, কথা দিয়েও রোমার বদলে বার্সার খাতায় নাম লেখালেন ম্যালকম।
পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। প্রাথমিক পর্যায়ে এই খেলোয়াড়ের মূল্য ধরা হয়েছে ৪১ মিলিয়ন ইউরো। অথচ সোমবার রোমার তরফ থেকে জানানো হয়েছিল, তাদের ক্লাবে যোগ দিচ্ছেন ম্যালকম, সামনে মেডিক্যাল পরীক্ষা দিতে আসছেন। কিন্তু, বার্সার লোভনীয় প্রস্তাবের কাছে হার মানতে হল কাতালান ক্লাবটিকে।
ম্যালকম প্রসঙ্গে বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, “বুধবার মেডিক্যাল পরীক্ষায় নামবে ম্যালকম। এরপর সরাসরি যুক্তরাষ্ট্র সফরে নাম লেখাবেন তিনি।”
২০১৬ সালে করিন্থিয়ান্স থেকে বোর্দোতে নাম লেখান ম্যালকম। এখন পর্যন্ত ৯৬ ম্যাচে দলের হয়ে ২৩টি গোল করেছেন তিনি।
মতামত দিন