মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেভিয়া।
প্রথমবারের মতো স্প্যানিশ সুপার কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেনের বাইরে। আগামী ১২ আগস্টে মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেভিয়া।
শুরু থেকে এখন পর্যন্ত স্প্যানিশ সুপার কাপের প্রত্যেকটি ম্যাচই হয়েছে স্পেনে। দুই লিগের খেলায় দুই দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলেছে দুটি দলই। কিন্তু, এবার হচ্ছে ভিন্ন ফরম্যাটে। এবারের স্প্যানিশ সুপার কাপ হবে মাত্র এক ম্যাচের, দুই লেগে হবে না।
এ প্রসঙ্গে রবিবার এক বিবৃতিতে স্পেনের ফুটবল ফেডারেশন জানিয়েছে, “আমাদের প্রতিবেশী দেশটির ইবনে বতুতা স্টেডিয়ামে আধুনিক সুযোগ সুবিধা আছে এবং দর্শক ধারণ ক্ষমতা ৪৫ হাজার। ২০১১ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের অংশগ্রহণে এক প্রীতি ম্যাচ দিয়ে এর উদ্বোধন হয়েছিল।”
নিয়ম অনুযায়ী লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়নরা মুখোমুখি হয় এই সুপার কাপে। কিন্তু কোনও দল দুটি টুর্নামেন্টেই শিরোপা জিতলে কোপা দেল রে রানার্সআপ সুযোগ পায় লড়াইয়ে। গত মৌসুমে বার্সা কোপা দেল রে ফাইনালে সেভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মতামত দিন