নেইমারের শৈশবের সময়টিতে বেশ ভালো অবস্থানে ছিল ইতালিয়ান ফুটবল। সে সময় ইউরোপের সেরা ক্লাবগুলোর কাতারে ছিল য়্যুভেন্তাস, এসি মিলান ও ইন্টার মিলান।
ক্রিস্টিয়ানো রোনালদো য়্যুভেন্তাসে যোগ দেওয়ায় পুরো ইতালিয়ান ফুটবল লাভবান হবে বলে মনে করছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিশ্বাস, এই পর্তুগিজ তারকা ফুটবলার ইতালিয়ান ফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনবেন।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে য়্যুভেন্তাসে যোগ দিয়েছেন রোনালদো। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি করেছেন তিনি। এদিকে, নেইমারের শৈশবের সময়টিতে বেশ ভালো অবস্থানে ছিল ইতালিয়ান ফুটবল। সে সময় ইউরোপের সেরা ক্লাবগুলোর কাতারে ছিল য়্যুভেন্তাস, এসি মিলান ও ইন্টার মিলান। আর তাই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের বিশ্বাস, রোনালদোর য়্যুভেন্তেসে যোগ দেওয়াটা ইতালির ফুটবল ও সিরি এ’র জন্য ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে।
এ প্রসঙ্গে নেইমার বলেছেন, “য়্যুভেন্তেসের জন্য রোনালদোর রিয়াল ছাড়াটা ইতালিয়ান ফুটবলকে বদলে দেবে। ছোটবেলায় আমি যেমন দেখেছিলাম, আবারও তেমন হবে ইতালিয়ান ফুটবল। ক্রিস্টিয়ানো বড় মাপের খেলোয়াড়, ফুটবল কিংবদন্তি ও প্রতিভা। তাই, আমাদের সম্মান করতে হবে তাকে। তার এই সিদ্ধান্তে আমি খুশি। আমি মনে করি, এটি তার জন্য কঠিন এক সিদ্ধান্ত ছিল। পিএসজির বিপক্ষের খেলা ছাড়া তার মঙ্গল কামনা করছি।”
মতামত দিন