২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে আলোচনা চলছে। তবে ৩৭ বছর বয়স্ক ধোনি প্রায় ইঙ্গিত দিয়েই রেখেছেন পরবর্তী বিশ্বকাপ (২০১৯) ও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন তিনি।
মঙ্গলবার লিডসে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারল ভারত। প্রায় ৩০ মাস পর প্রথমবারের মতো কোনো ওয়ানডে সিরিজ হেরেছে দেশটি।
অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ভারতের প্রথম ওয়ানডে সিরিজ হারের মুহূর্তে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একটি কাণ্ড করে বসেন। আর এই ব্যাপারটাই কিছুতেই মাথায় ঢুকছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
ম্যাচ শেষে ধোনি আম্পায়ারদের কাছ থেকে ম্যাচ বলটি চেয়ে নিজের কাছে নিয়ে নেন। ক্রিকেটাররা অনেক সময়ই ম্যাচে ব্যবহৃত স্টাম্প, বল ইত্যাদি স্মারনিক হিসেবে আম্পায়ারদের কাছ থেকে চেয়ে নিয়ে থাকেন। কিন্তু ধোনি কেন ভারতের হেরে যাওয়া ম্যাচের স্মারনিক সংগ্রহ করছেন? তবে কি খুব শিঘ্রই ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক?
এটা নিয়েই তৈরি হয় যারপরনাই সন্দেহ। আর টুইটার জুড়ে বিস্তর আলোচনা, বিতর্ক আর গুজব!
তবে আলোচনা জমে ওঠার আগেই থামিয়ে দিয়েছেন রবি শাস্ত্রী। ভারতের এই কোচ এসব গুঞ্জন ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এটা ফালতু কথা। এমএস কোথাও যাচ্ছে না। এমএস বলটা বোলিং কোচ ভরত অরুণকে দেখাতে চেয়েছে। সে অরুণকে বলের ক্ষতিগ্রস্ত অংশ দেখাতে চেয়েছে,যেন এখানকার কন্ডিশন কেমন সেটা বোঝা যায়।’
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে আলোচনা চলছে। তবে ৩৭ বছর বয়স্ক ধোনি প্রায় ইঙ্গিত দিয়েই রেখেছেন পরবর্তী বিশ্বকাপ (২০১৯) ও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন তিনি।
বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও দলে ধোনির বিপক্ষে ওঠা সব সমালোচনার বিরুদ্ধে নিজেকে ঢাল বানিয়ে বলেন, ‘ধোনি তার স্বাভাবিক খেলা খেলতে না পারলেই এ প্রসঙ্গ ওঠে। সে যখন ভালো খেলে, তখন তাকে সেরা ফিনিশার বলে ডাকে। আবার যেদিন ভালো করে না, সেদিনই সবাই হামলে পড়ে। ক্রিকেটে আমাদের সবারই বাজে দিন আসে। সবাই একটি সিদ্ধান্তে পৌঁছে যায়, আমরা নই। তাঁর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’
মতামত দিন