কাতারে প্রস্তুতি ম্যাচে মেসাইমির ফুটবল ক্লাবের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১-১ গোলে ড্র করেছে।
বাফুফের সূত্র মতে, বাংলাদেশ এশিয়ান গেমস এবং সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বুধবার (১৮ জুলাই) কাতারের দ্বিতীয় বিভাগের দল আল-মেসাইমির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল।
ট্রেনিং গ্রাউন্ডে প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় স্বাগতিক মেসাইমির ফুটবল ক্লাব। দ্বিতীয়ার্ধে গোল করে খেলায় সমতায় ফেরায় বাংলাদেশ জাতীয় দল। ৮৩তম মিনিটে কর্নার গোল করেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি। সমতা দিয়েই নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয়।
আগামী ১৪ আগস্ট জাকার্তা-পালেমবাংয়ে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বের খেলা। ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
‘বি’ গ্রুপে থেকে বাংলাদেশ লড়বে কাতার, উজবেকিস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে। এ টুর্নামেন্টকে সামনে রেখেই কাতারে অনুশীলন করছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা।
মতামত দিন