ইংলিশ ব্যাটসম্যান জো রুটের ‘মাইক-ড্রপ’ উদযাপনকে তার ক্রিকেট ক্যারিয়ারের ‘সবচেয়ে লজ্জাজনক কান্ড’ বলে আখ্যা দিয়েছেন তিনি নিজে। ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে এ কান্ড ঘটান রুট।
ইংলিশ ব্যাটসম্যান জো রুটের ‘মাইক-ড্রপ’ উদযাপনকে তার ক্রিকেট ক্যারিয়ারের ‘সবচেয়ে লজ্জাজনক কান্ড’ বলে আখ্যা দিয়েছেন তিনি নিজে। ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে এ কান্ড ঘটান রুট।
স্টেজে পারফরম্যান্স শেষে রকস্টাররা যেভাবে মাইক্রোফোন ফেলে দেয়, সেঞ্চুরি তুলে নিয়ে নিজের ব্যাট টিও সেই কায়দায় হাত থেকে ফেলে দেন রুট। সিরিজে টানা দুই সেঞ্চুরিতে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড।
এ ঘটনায় রুট বলেন, ‘এটা একটা কার ক্রাশ ছিলো। আমি এটার জন্য তাৎক্ষণিকভাবে অনুতপ্ত ছিলাম। এটা ক্রিকেট মাঠে করা সবচেয়ে লজ্জাজনক ঘটনা।’
ক্যারিয়ারে ১৩ তম শতকে সেঞ্চুরি হাঁকিয়ে সর্বাধিকবার দলকে ৮ উইকেটের বড় জয় এনে দেয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ইংলিশ হার্ডহিটার।
ভারতের ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ নিষ্পত্তি হয়েছে। আসছে ১ আগস্ট বুধবার এজবাস্টনে ৫ ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে।
মতামত দিন