বিশ্বকাপে আলো ছড়ানো এডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে ট্রান্সফার নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছিলো। তবে বেলজিয়ান এ ফরোয়ার্ডকে চেলসিতেই রাখতে চাইছেন ক্লাবটির নতুন কোচ মাওরিজিও সারি। তার কোচিংয়ে আরও উন্নতি ঘটবে হ্যাজার্ডের বলে প্রত্যাশা রাখছেন এই ইতালিয়ান কোচ।
বিশ্বকাপে আলো ছড়ানো এডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে ট্রান্সফার নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছিলো। তবে বেলজিয়ান এ ফরোয়ার্ডকে চেলসিতেই রাখতে চাইছেন ক্লাবটির নতুন কোচ মাওরিজিও সারি। তার কোচিংয়ে আরও উন্নতি ঘটবে হ্যাজার্ডের বলে প্রত্যাশা রাখছেন এই ইতালিয়ান কোচ।
ক্রিস্টিয়ানো রোনালদো য়্যুভেন্তাসে যাবার পর থেকেই বিকল্প হিসেবে হ্যাজার্ডের লা-লিগায় আগমণের গুঞ্জনের পালে হাওয়া পায়। এদিকে রিয়ালে নাম লেখানোর ইঙ্গিতও নিজেই দিয়েছেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। চলতি মাসেই হ্যাজার্ড জানান, মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলা ‘সবার স্বপ্ন’।
অবশ্য গুঞ্জনকে তোয়াক্কা করছেন না ৫৯ বছর বয়সী মাওরিজিও। সাংবাদিকদের বলেন, “হ্যাজার্ড খুবই উচুঁ মানের একজন খেলোয়াড় এবং আমি মনে করি ইউরোপের সেরা দুই বা তিনজন খেলোয়াড়ের মধ্যে সে একজন।”
“আমি আশা করি যে আমি তার উন্নতি ঘটাতে পারব। সে এরই মধ্যে খুব উঁচু মানে পৌঁছে গেছে। তাই এটা খুব কঠিন।”
মতামত দিন