ভারানের দাবি, এমবাপ্পে এমন এক গ্রহ থেকে হাজির হয়েছেন, যেখানে সবকিছু দ্রুতগতির।
পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করে প্রতিযোগিতার সেরা উদীয়মান নির্বাচিত হয়েছেন এমবাপে। কানাঘুষা চলছে, রিয়াল মাদ্রিদ নাকি তাঁকে আবারও কেনার চেষ্টা করবে।
এই দলবদলের ব্যাপারে অন্তত একজন যে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিচ্ছেন, সেটা নিশ্চিত হওয়া গেছে ভারানের স্তুতিতে, ‘আমি বেশ কিছু এলিয়েন (ভিন গ্রহের প্রাণী) দেখেছি। তবে আমার মনে হয় এই প্রথম আমি কোনো বাচ্চা এলিয়েনের দেখা পেলাম।’
‘এলিয়েন’ বলতে যে মেসি-রোনালদোকেই বুঝিয়েছেন, সেটা ভারানে নিশ্চিত করেছেন পরের বাক্যেই, ‘সাধারণত আমি যেসব অন্য গ্রহের প্রাণীদের দেখা পেয়েছি, তারা ২৫, ৩০ বছর বয়সী। এবারের বিশ্বকাপে আমি এমন একজন পেলাম, যার বয়স ২০-এর নিচে।’
ভারানের দাবি, এমবাপ্পে এমন এক গ্রহ থেকে হাজির হয়েছেন, যেখানে সবকিছু দ্রুতগতির। মাঠের ভয়ংকর গতির এমবাপে নাকি সব ব্যাপারেই তাড়াহুড়া করেন, ‘ওর তো সবকিছুতেই তাড়াহুড়া। ম্যাচের আগে ওর সঙ্গে যখন ট্যাকটিকস নিয়ে কথা বলি, আমি বাক্য শেষ করার সময় পাই না। কারণ সে নাকি এর মধ্যেই সবকিছু বুঝে গেছে এবং আমি কী বলতে চাইছি, তা ধরে ফেলেছে!’
এর আগে বিশ্বকাপজয়ী কাকা ২০০৭ ব্যালন ডি’অর জয়ের পর মজা করে বলেছিলেন, তিনিই শেষ মানুষ, যিনি বর্ষসেরা ফুটবলার হয়েছেন। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যে অন্য মাত্রার ফুটবল খেলেন, সেটা বোঝাতেই এমন মন্তব্য করেছিলেন কাকা। এবার, রাফায়েল ভারানও এই অন্য গ্রহের ফুটবলারদের তালিকায় তুলে দিলেন কিলিয়ান এমবাপের নাম।
মতামত দিন