৩ ম্যাচের সিরিজে স্বাগতিক ইংল্যান্ড জয় পেয়েছে ২-১ ব্যবধানে।
টানা দুই ম্যাচে অপরাজিত থাকা রুটের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সিরিজ ঘরে তুলেছে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েন মর্গ্যানের দল। ৩ ম্যাচের সিরিজ স্বাগতিকরা জিতেছে ২-১ ব্যবধানে।
রুটের রেকর্ড করা ইনিংসে ৩৩ বল বাকি থাকতে।ভারতের ২৫৬ রান টপকে যায় ইংল্যান্ড।
হেডিংলিতে মঙ্গলবার (১৬ জুলাই) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো কাটেনি ভারতের। মার্ক উড
ও উইলির বোলিংয়ের তাণ্ডবে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে ইন্ডিয়ানদের। ভারতের রণক্ষেত্রে রোহিত শর্মাকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন হানেন উইলি।
৭ চারে ৪৪ রান করা শিখর ধাওয়ানের রান আউটে ভাঙে বিরাট কোহলির সঙ্গে এই ওপেনারের প্রতিরোধ গড়া দ্বিতীয় উইকেট জুটি। লোকেশ রাহুলের জায়গায় দলে ফেরা দিনেশ কার্তিক প্রথম তিন বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা করেন দারুণ। তবে বড় করতে পারেননি নিজের ইনিংস। ফিরে যান রশিদের বলে বোল্ড হয়ে।
লেগ স্পিনার রশিদের জালে আটকা পড়েন কোহলিকে। ৮ চারে ৭২ বলে ৭১ রান করা ভারত অধিনায়কে ফিরতে হয় বোল্ড হয়ে।
একই ওভারে সুরেশ রায়নাকে ফেরত পাঠিয়ে ভারতকে চাপে রাখে ইংল্যান্ড। শেষ চেষ্টায় মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুর দলকে নিয়ে যান আড়াইশ রানে।
ভারতের মিডল অর্ডারকে ঘুঁটিয়ে দেওয়া লেগ স্পিনার রশিদ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
ইংল্যান্ডের হয়ে ১৩ বলে ৭ চারে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন জনি বেয়ারস্টো।
তৃতীয় উইকেটে ১৮৬ রানের জুটিতে দলকে এগিয়ে নেন রুট-মর্গ্যান।
১২০ বলে ১০ চারে ১০০ রানে অপরাজিত থাকেন রুট। দুই সেঞ্চুরির জন্য জেতেন সিরিজ সেরা পুরস্কার। মর্গ্যান ৯ চার ও এক ছক্কায় করেন ৮৮ রান।
#INDvENG
— Express Sports (@IExpressSports) July 17, 2018
England beat India by 8 wickets to win the series 2-1, Root hits a four off the last ball to bring his 100
India's first loss in a bilateral ODI series since losing to Australia in January 2016https://t.co/gVDkkJB66J pic.twitter.com/A3cDcImu36
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৫৬/৮ (রোহিত ২, ধাওয়ান ৪৪, কোহলি ৭১, কার্তিক ২১, ধোনি ৪২, রায়না ১, পান্ডিয়া ২১, ভুবনেশ্বর ২১, শার্দুল ২২*; উড ১/৩০, উইলি ৩/৪০, প্লানকেট ০/৪১, মইন ০/৪৭, স্টোকস ০/৪৩, রশিদ ৩/৪৯)
ইংল্যান্ড: ৪৪.৩ ওভারে ২৬০/২ (ভিন্স ২৭, বেয়ারস্টো ৩০, রুট ১০০*, মর্গ্যান ৮৮*; ভুবনেশ্বর ০/৪৯, পান্ডিয়া ০/৩৯, শার্দুল ১/৫১, চেহেল ০/৪১, কুলদীপ ০/৫৫, রায়না ০/১৬)
ম্যান অব দা ম্যাচ: আদিল রশিদ
ম্যান অব দ্য সিরিজ: জো রুট
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী
মতামত দিন