২০১৮ বিশ্বকাপের পর্দা নামলো গতকাল। এ দিয়ে ২১ টি আসর পেলো চূড়ান্ত রুপ। কোন দেশ কয়টি করে ট্রফি পেয়েছে, দেখে নিন _
দুই দশক পরে ২য় বিশ্বকাপ ট্রফি পেলো ফ্রান্স। এর আগে ১৯৯৮ সালে স্বাগতিক হিসেবে কাপ জিতেছিলো ফরাসিরা।
তবে বিশ্বকাপে আধিপত্যে সবার উপরে ব্রাজিল। এপর্যন্ত ৫টি শিরোপা ঘরে তুলেছে সেলেসাওরা। প্রথম শিরোপা জিতেছিল ১৯৫৮ সালে। তারপর নিয়মিত বিরতীতে ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জয় করেছে সাম্বারা।
এর পরবর্তী অবস্থানে চারবার করে পেয়েছে জার্মানি আর ইতালী। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে মোট চার বার চ্যাম্পিয়ন হলেও ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২ সালে চারবার রানার্সআপ হওয়ায় দৌড়ে ইতালির চেয়ে এগিয়ে তারা।
ইতালির চার শিরোপা এসেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে।
আবেদনের অন্যতম সেরা হলেও শিরোপার দৌড়ে পিছে থাকা আর্জেন্টিনার সংগ্রহ দু’টি। ১৯৭৮ ও ১৯৮৬ সালে। এছাড়া ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে শিরোপার কাছ থেকে ফিরতে হয়েছে ম্যারাডোনা-মেসিদের।
সমান দুই শিরোপা উরুগুয়ের। প্রথম বিশ্বকাপ আসরে ১৯৩০ সালেই চ্যাম্পিয়ন তারা। দ্বিতীয়টি ১৯৫০ সালে।
এছাড়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও স্পেন। ইংলিশদের শিরোপাটা ৫২ বছর আগের ১৯৬৬ সালে। তবে স্প্যানিশদের শিরোপা জয়ের স্মৃতিটা অপেক্ষাকৃত তরতাজা ২০১০ সালের।
মতামত দিন