রাশিয়া বিশ্বকাপের মাঝপথে কিলিয়ান এম্বাপের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবার গুঞ্জন শুরু হয়েছিলো। তবে আসরের সেরা উদীয়মান এ খেলোয়াড় নিজেই নাকোচ করে দিলেন এই ১৯ বছর বয়সী এ ফ্রেঞ্চ তারকা।
১৯৫৮ সালে গড়া পেলের কীর্তির পর ২য় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে স্কোর করার রেকর্ড গড়েছেন এম্বাপে। সম্ভবত জীবনের গ্রাফে ত্রিভুজের শীর্ষবিন্দুতেই আছেন তিনি। সুতরাং ‘গ্যালাকটিকোস’দের নজরে আসাটাই স্বাভাবিক ছিলো এই টিনএজারের।
চলতি পথে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাকে জড়িয়ে গুঞ্জনও শুরু হয়ে গিয়েছিলো। তবে সে গুঞ্জনকে গুজব বানিয়ে উড়িয়ে দিলেন ফ্রান্সের এই নাম্বার টেন। মস্কোতে সাংবাদিকদের তিনি জানান, ‘আমি পিএসজিতে আছি, এবং তাদের সঙ্গেই থাকছি। আমার ক্যারিয়ার শুরু হলো মাত্র।’
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ফাইনালে নিজে গোল করতে পারায় উচ্ছস্বিত এম্বাপে। নিজের খেলার বিশেষ কোনো পরিকল্পনার ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, ‘আমি সব সময় নিজের খেলাটাই খেলি। তবে ফাইনাল ম্যাচে গোল পাওয়াটা অসাধারণ একটা বিষয়। এই সব মুহূর্ত জীবনে ঘটানোর জন্য পরিশ্রম করতে হয়, আমার লক্ষ্য আরও দূরে। এরকম মুহূর্ত পেতে নিজেকে প্রস্তুত করতে হয়, যেটা আমি প্রতিনিয়ত করছি। আন্তর্জাতিক ফুটবল প্রচণ্ড চাপের জায়গা। এখানে আশপাশে অনেক বড় তারকা খেলোয়াড়রা থাকে। তাদের সঙ্গে মানিয়ে নিলে আপনার কাছে সাফল্য ধরা দেবেই!’
তবে এম্বাপের এমন নির্দয় প্রত্যাখ্যানে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজের মনটা একটু হলেও তো খারাপ হবারই কথা!
মতামত দিন