২০২২ সালে কাতারে বিশ্বকাপ চলবে নভেম্বরের ২১ তারিখ থেকে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত। এক মাসেরও কম সময়ে চলা এ আসর ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের দিনেই চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
২০১৮ বিশ্বকাপের ফাইনালের আগেই দিনক্ষণ ঠিক হয়ে গেলো ২০২২ বিশ্বকাপের। কাতারের এই আসরে জুন-জুলাই গ্রীষ্ম মৌসুমে আয়োজনের ঐতিহ্যও ভাঙতে যাচ্ছে ফিফা।
আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ চলবে নভেম্বরের ২১ তারিখ থেকে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত। এক মাসেরও কম সময়ে চলা এ আসর ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের দিনেই চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
মস্কোতে গতকাল ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে কাতার বিশ্বকাপ থেকেই ৪৮ দল অংশগ্রহণের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে ফিফার বর্তমান প্রেসিডেন্ট জানিয়েছেন, “আগামী বিশ্বকাপেও আমরা ৩২ দলের পরিকল্পনা নিয়ে কাজ করছি। তবে বিষয়টি (৪৮ দল) নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার সুযোগ থাকছে।”
ফিফার চিরাচরিত ঐতিহ্যের বাইরে গিয়ে জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি না হওয়ার বিষয়ে ইনফান্তিনো বলেন, “ কাতারে এ সময়টা অসম্ভব সূর্যের তাপ থাকে। তাই শীত মৌসুমে তা স্থানান্তর করা হয়েছে। নভেম্বর-ডিসেম্বরে খেলোয়াড়রা ভালোভাবে প্রস্তুত থাকবেন। বলা যায়, এটিই মৌসুমের শুরুর সময়।”
অন্যদিকে কাতারের আয়োজক সূত্র জানিয়েছে, “বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে, যা হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তাপমাত্রা হবে সহনীয়।”
মতামত দিন