ইংলিশ মিডিয়ার অহেতুক রকমের বাড়াবাড়ি দৃষ্টি এড়ায়নি ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের। রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডারের মতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা যোগ্যতা নিয়েই তারা এখানে উঠে এসেছে। ব্রিটিশ মিডিয়াকেও ছেড়ে কথা বলেননি এই কোয়ার্ট ‘নাম্বার-টেন’।
রাশিয়া বিশ্বকাপ শুরুর পর থেকেই ইংলিশ মিডিয়ার ‘ইটস কামিং হোম’ কোরাসে মুখর ছিলো ইংল্যান্ড। ভাবটা এমন ছিলো যেনো কাপটা আগেই নিশ্চিত করেছে তারা, বাকি সব নিয়ম রক্ষার ম্যাচ! ইংলিশ মিডিয়ার অহেতুক রকমের বাড়াবাড়ি দৃষ্টি এড়ায়নি ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের। রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডারের মতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা যোগ্যতা নিয়েই তারা এখানে উঠে এসেছে। ব্রিটিশ মিডিয়াকেও ছেড়ে কথা বলেননি এই কোয়ার্ট ‘নাম্বার-টেন’।
বিশ্বকাপের শেষ সেমি-ফাইনালে গতরাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। দীর্ঘ ২৮ বছর অপেক্ষার পর ইংল্যান্ডকে সেমি-ফাইনালে নিয়ে গেছেন সাউথগেটের শিষ্যরা। ইংল্যান্ডের এমন সাফল্যে দেশটির মিডিয়া যেনো দলের চাইতেও মাত্রারিক্ত আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিলো। এতটাই আনন্দে উদ্বেলিত হয়েছিল যে প্রতিপক্ষ দলগুলোকে হেয় করতেও দ্বিতীয়বার ভাবেনি তারা। উত্তরটাও খাসা দিয়েছেন লুকা মদ্রিচ।
সেমি-ফাইনালের মঞ্চে ইংলিশদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ক্রোয়াট অধিনায়ক বললেন, ‘ইংলিশ সাংবাদিক ও পণ্ডিত টেলিভিশনের অনুষ্ঠানে আমাদের ছোট করেছে। আমরা ক্লান্ত দল বলে তারা আখ্যা দিয়েছে। তারা আমাদের অপমান করে নিজেদেরই ভুল প্রমাণ করেছে। গ্রেট! আমরাও দেখিয়ে দিলাম কে আসলে ক্লান্ত। তাদের উচিত আরো বেশি বিনয়ী হওয়া ও প্রতিপক্ষ দলকে সম্মান দেওয়া।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের কেউ সুযোগ দেয়নি। আমরা নিজেদের যোগ্যতা, লক্ষ্য ও টিম কম্বিনেশনের মাধ্যমে এই পর্যন্ত এসেছি। আমরা এখন ফাইনালিস্ট। এটা আমাদের কাছে স্বপ্নের মতো। আমাদের শুধু নয়, পুরো ক্রোয়েশিয়াবাসীর স্বপ্ন সত্যি হতে চলেছে।’
মতামত দিন