"আমরা যখন পিছনে ফিরে তাকাবো, আমাদের মনে হবে যে আমরা আরও ভালো করতে পারতাম"
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে পরাজয়ের ক্ষত বহুদিন থেকে যাবে বলে জানালেন ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন।
এবারের বিশ্বকাপে অন্য যে কোনো বারের তুলনায় ইংল্যান্ড তোলে প্রতি ভক্তদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কেইনের গোলের সমাহার, গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত চমৎকারভাবে উঠে আসা, সবই ছিল বেশ আশা জাগানিয়া। ‘ইট’স কামিং হোম’ ধ্বনিও তাই উঠছিল বারবার।
কিন্তু গতকালের পরাজয়ে সব স্বপ্নই শেষ হয়ে গেল। “এটা ভীষণ কষ্টকর, আমরা ছিন্নভিন্ন হয়ে গেছি”, বললেন কেইন।
“আমরা কঠোর পরিশ্রম করেছি, ভক্তরাও এবার ছিল অসাধারণ, কিন্তু খেলাটা বেশ কঠিন ছিল, ফিফটি-ফিফটি গেম, আমরা যখন পিছনে ফিরে তাকাবো, আমাদের মনে হবে যে আমরা আরও ভালো করতে পারতাম”, আক্ষেপের সুরে তিনি বললেন।
কাইরন ট্রিপিয়ারের ফ্রি কিকের অসাধারণ এক গোলে খেলার ৫ মিনিটের মাথায়ই এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচ আর অতিরিক্ত সময়ে মান্দুকিচের দারুণ ফিনিসিং-এ ২-১ ব্যবধানে ইংল্যান্ডের স্বপ্ন অধরাই থেকে যায়।
খেলায় এই পরাজয়ের কারণ ঠিক কী ছিল? কেইন খুব দ্রুতই কোনো উপসংহারে আসতে নারাজ এ ব্যাপারে।
ম্যাচের পর কেইন বললেন, “১-০ তে এগিয়ে থাকার পর আমরা বেশ কিছু ভাল সুযোগ তৈরি করতে পেরেছি, হয়তো আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম কিন্তু খুব বেশি চাপের মধ্যে যে ছিলাম তাও না। এসব খেলায় অনেকগুলো ‘যদি’ আর ‘কিন্তু’র ব্যাপার থাকে।”
মতামত দিন