১৭ দিন আটকে থাকার পর সফল ভাবে উদ্ধারের আনন্দে জয় উৎসর্গ
গত কয়েক সপ্তাহ বিশ্বের নজর ছিল থাইল্যান্ডের দিকে। থাইয়ে থাম লুয়াং গুহায় উদ্ধার অভিযান নিয়ে সবার ভিতর উদ্বেগ কাজ করছিল। ১৭ দিন আটকে থাকার পর সেই গুহা থেকে ১২ কিশোর ফুটবলারকে সফল ভাবে বের করে এনেছেন ডুবুরিরা।
এই সফল উদ্ধার অভিযানে আনন্দিত গোটা বিশ্ববাসী। আনন্দ ছুঁয়ে গেছে বিশ্বকাপের আসরেও। তাইতো সেমিফাইনালের জয়ের আনন্দটা ভাগাভাগি করে নিলেন ফরাসি খেলোয়াড়। ফরাসি মিডফিল্ডার পল পগবা বেলজিয়ামের বিপক্ষে পাওয়া জয় উৎসর্গ করেছেন উদ্ধার পাওয়া কিশোর ফুটবলারদের উদ্দেশে।
মঙ্গলবার(১০ জুলাই) সর্বশেষ চার কিশোর এবং তাদের কোচকে উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় সেই অভিযান। ঝুঁকিপূর্ণ অভিযানে প্রাণহানির আশঙ্কা ছিল। কিন্তু থাই নেভি সিল এবং বিশ্বের সেরা কিছু ডুবুরির প্রচেষ্টায় নতুন জীবন ফিরে পায় থাই কিশোর ফুটবলাররা।
ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা এই সফল উদ্ধার অভিযানে ভীষণ আনন্দিত। সেই আনন্দ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ‘এই জয় উৎসর্গ করছি আজকের দিনের নায়কদের জন্য, দারুণ করেছে ছেলেরা; তোমরা ভীষণ দৃঢ়।’
This victory goes to the heroes of the day, well done boys, you are so strong 🙏🏾 #thaicaverescue #chiangrai pic.twitter.com/05wysCSuVy
— Paul Pogba (@paulpogba) ১০ জুলাই, ২০১৮
মতামত দিন