‘বেলজিয়ামের একমাত্র উদ্দেশ্য শিরোপা জয়’, জানালেন দলটির তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও ফ্রান্স। টানা ৩২টা বছর এই প্রথম সেমিফাইনালের মঞ্চে পৌঁছল বেলজিয়াম। এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন বেলজিয়ামের স্বর্ণালি প্রজন্মের ফুটবলারদের। আর ফাইনালে যাওয়ার লড়াইয়ে এবার বেলজিয়ামের সামনে বাধা ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স।
‘বেলজিয়ামের একমাত্র উদ্দেশ্য শিরোপা জয়’, জানালেন দলটির তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন।
আর এই ইতিহাস গড়তে চাইলে ফ্রান্সকে হারাতেই হবে বেলজিয়ামকে। বাস তাহলেই প্রথমবারের মতো চলে যাবে বিশ্বকাপের ফাইনালে। এঈ লক্ষ্যেই সামনের পথে এগোচ্ছে রেড ডেভিলরা। কাটাচ্ছে দুর্দান্ত এক টুর্নামেন্ট।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী মিডফিল্ডার ব্রুইন বলেন,‘আমরা শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের এখন চিন্তায় শুধুই কীভাবে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। বিশ্বকাপ খেলার সুযোগ প্রতিদিন আসে না। সারা জীবনে তুমি দুই থেকে তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, যদি তুমি সৌভাগ্যবান হও। আমি কোনো চাপ অনুভব করছি না। আমি সত্যিই উত্তেজিত দারুণ একটা ম্যাচ খেলার জন্য।’
বেলজিয়াম শেষ হারের মুখ দেখেছিল ২০১৬ সালের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে। এরপর ২০১৬ সালে বেলজিয়ামের দায়িত্ব নেন রবার্তো মার্টিনেজ। তাঁর অধীনে দলটি বিজয় ছিনিয়ে নেয় টানা ২৩ ম্যাচে। এমন দারুণ ফর্মে থাকা দলটি নিয়ে দলের খেলোয়াড়রা বেশ উচ্ছ্বসিত থাকবে এটাই কি স্বাভাবিক নয়। তা ছাড়া কোচ মার্টিনেজ নতুন নতুন কৌশলে দলের সদস্যদের ভেতর থেকে সেরাটা বেড় করে ম্যাচ জিতে নিচ্ছেন। আর তাই শিরোপার প্রত্যাশাটা মোটেও বাড়াবাড়ি চাওয়া নয়।
মতামত দিন