সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের ওপর বাড়তি মনোযোগ দিতে না করেছেন ইংল্যান্ড ডিফেন্ডার অ্যাশলে ইয়াং।
রাশিয়া বিশ্বকাপের ২য় সেমি-ফাইনালে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
ম্যাচে ক্রোয়েশিয়ার দুই মিডফিল্ডার ইভান রাকিতিচ ও অধিনায়ক লুকা মদ্রিচকে বাড়তি মনোযোগ দিয়ে দেখবার পরামর্শ দেন আরেক ইংলিশ মিডফিল্ডার ডায়ার।
তবে সতীর্থের প্রতি সম্মান রেখেই ইয়াং চিন্তা করতে বলেছেন নিজেদের পারফরম্যান্স নিয়ে। অবশ্য ক্রোয়েশিয়া অধিনায়ক মদ্রিচের প্রশংসা করতেও ভোলেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ৩৩ বছর বয়সী ডিফেন্ডার।
“ক্রোয়েশিয়া এমনি এমনি সেমি-ফাইনালে আসেনি। লুকা মদ্রিচের মতো চমৎকার খেলোয়াড় দলটিতে থাকায় তাদের নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে।”
“তবে তাদের দলে আরও যেসব খেলোয়াড় আছে তারাও আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। আমরা শুধু তাদের ওপর এত বেশি মনোযোগ দিতে পারি না। আমাদের নিজেদের ওপর মনোযোগ দিতে হবে এবং ম্যাচে আমরা ঠিক এটাই করব।”
৫২ বছরের অপেক্ষা ঘুঁচিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ ইংল্যান্ডের সামনে। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল উঠতে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত ক্রোয়েটরা।
মতামত দিন