বিশ্বকাপের ফাইনালে ওঠার বড় স্বপ্ন সত্য করতে ইংল্যান্ডের ‘এক হৃদয় এবং এক আত্মা’ হয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির তারকা মিডফিল্ডার ইভান রাকিচিত।
১৯৯৮ বিশ্বকাপেও সেমিফাইনালে উঠে বিদায় নিয়েছিলো ২২ হাজার বর্গমাইলের ছোট্ট দেশ ক্রোয়েশিয়া। আয়তনে ছোট হলেও বিশ্বকাপের ফাইনালে ওঠার বড় স্বপ্ন সত্য করতে ইংল্যান্ডের ‘এক হৃদয় এবং এক আত্মা’ হয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির তারকা মিডফিল্ডার ইভান রাকিচিত।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় লুঝনিকি স্টেডিয়ামে ২য় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
২০ বছর আগে ফ্রান্সে নিজেদের অভিষেক বিশ্বকাপে রাঘব বোয়ালদের হঠিয়ে সেমি-ফাইনালে উঠে চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। আসর শেষ করেছিলো ৩য় অবস্থানে থেকে।
এবার সেই অধরা ফাইনালের স্বপ্নকে ধরতে ‘টিম স্পিরিট’ ধরে রেখে মাঠে নামার প্রত্যাশা ফিফা টিভির এক সাক্ষাতকারে ব্যক্ত করেছেন বার্সাবয়।
“আমাদের শক্তি আছে এবং আমরা মাঠে ‘এক হৃদয় ও এক আত্মার’ মত ঐক্যবদ্ধ। সেমি-ফাইনালে এসে আমরা গর্ব এবং খুশি অনুভব করছি কিন্তু আমরা এখানেই থেমে যেতে চাই না।”
মাত্র ৪২ লক্ষ মানুষের দেশ ক্রোয়েশিয়ার স্বপ্ন পূরণের কাহিনী বাস্তবতায় রূপ পাবে কিনা, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আর একটা দিন।
মতামত দিন