নিজেদের শক্তির ওপর আস্থা আছে। ইংল্যান্ডের ভয়ে আমরা ভীত নই- দালিচ
গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার পরিকল্পনা সফল হয়েছে। বিশ্বসেরা মেসিকে আটকে দিতে সক্ষম হয়েছে ক্রোয়েশিয়া। তাতে জয়টা এসেছে ৩-০ গোলে। এইবার ক্রোয়েশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। ক্রোয়েশিয়া কোচ জলাৎকো দালিচ মনে করছেন মেসির মতো ইংলিশ আতঙ্ক হ্যারি কেইনকেও রুখে দিতে পারবে তার দল।
মস্কোতে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারেন টপ স্কোরার ও ফরোয়ার্ড হ্যার কেইন।
তাইতো কেইনকে নিয়ে দালিচ মন্তব্য করেছেন, ‘ও টপ স্কোরার। ওকে আটকানো সহজ নয়। আমরা মেসিকে আটকাতে পেরেছিলাম। তাই আশা করছি কেইনকেও সামলাতে পারবো।’
তবে, ইংল্যান্ডকে নিয়ে চিন্তিত নন দালিচ। নিজের উপর পুরোপুরি বিশ্বাস আছে দালিচের, ‘নিজেদের শক্তির ওপর আস্থা আছে। ইংল্যান্ডের ভয়ে আমরা ভীত নই।’
প্রতিপক্ষ ইংল্যান্ড সম্পর্কে দালিচ মনে করেন, ‘সেট পিসের ক্ষেত্রে ওরা খুব দুর্দান্ত একটি দল। কর্নারের ক্ষেত্রে ওদের লম্বা খেলোয়াড়গুলো দুর্ধর্ষ।
মতামত দিন