টুইটে তিনি লেখেন, ‘দাদা, তোমার জন্মদিন আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক। Wish you a year full of দাদাগিরি!’
গতকাল (৮ জুলাই) ছিল সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। আর এ উপলক্ষ্যে শচীন টেন্ডুলকার প্রিয় সতীর্থকে অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।
জন্মদিনে বাঙালি বন্ধু সৌরভকে টুইটারে বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন মারাঠি টেন্ডুলকার।
টুইটে তিনি লেখেন, ‘দাদা, তোমার জন্মদিন আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক। Wish you a year full of দাদাগিরি!’
দাদা - আপনার জন্মদিন সুখ আর ভালোবাসায় ভরে উঠুক ।। Wish you a year full of দাদাগিরি, @SGanguly99 😜 pic.twitter.com/xDzE2N3NOS
— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2018
সৌরভের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেটের নতুন জাগরণ তৈরি হয়েছিল। টেন্ডুলকার ছিলেন তাঁর অন্যতম সৈনিক। ওয়ানডে ক্রিকেটে সেরা ওপেনিং জুটি হিসেবে একসময় মানা হতো এই শচীন-সৌরভ জুটিকেই। জুটি হিসেবে এখনো সবচেয়ে বেশি রান এই দুজনেরই।
১৭৬ ম্যাচে একসঙ্গে খেলে ৮২২৭ রান করেছে শচীন-সৌরভ জুটি,এর মধ্যে ১৩৬ ম্যাচে ৬৬০৯ রান এসেছে এই ওপেনিং জুটি থেকেই! ওয়ানডে ম্যাচে এই দুজনের শতাধিক রানের জুটি আছে ২১টি,অর্ধ শতরানের আছে ২৩টি।
গতকাল ৪৬ বছরে পা দিলেন সৌরভ। তাঁর অগণিত ভক্তের শুভেচ্ছার মধ্যে প্রিয় বন্ধু শচীনের শুভেচ্ছাটা বেশ অনন্যই ছিল!
মতামত দিন