আজ বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর শেষ কোয়ার্টার ফাইনাল। দেখে নেওয়া যাক সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কারা কারা মাঠে নামবে আজ-
সুইডেন ও ইংল্যান্ড মুখোমুখি হবে আজ। সামারা অ্যারেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দল দু’টি।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে রাশিয়া নামবে ক্রোয়েশিয়া বিপক্ষে। সোচির ফিশ্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১২টায় পরষ্পরের মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ টেলিভিশন, নাগরিক টিভি, মাছরাঙ্গা টিভি ও সনি ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে ম্যাচগুলো।
মতামত দিন