নেইমার এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া খেলোয়াড়দের অন্যতম বলেও উল্লেখ করলেন তিনি।
নেইমারের পড়ে যাওয়া নিয়ে সমালোচনাকে ‘ননসেন্স’ বলে অভিহিত করলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো। নেইমারকে রেফারি রক্ষা করতে পারেন নি বলেও অভিযোগ করলেন এই কিংবদন্তী ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
মাঠে বারবার পড়ে যাওয়া, গড়াগড়ি খাওয়া ও ফাউলের অতিরঞ্জন করার কারণে গণমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন নেইমার। এ নিয়ে অনেক কৌতুকও চলছে সামাজিক গণমাধ্যমে।
ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর ম্যাচের পর দেশটির কোচ হুয়ান ওসোরিও নেইমারকে ‘অতি অভিনয়’ করছেন বলে দুষেছিলেন। শুধু ওসোরিওই নয়, নেইমারকে নিয়ে সমালোচকদের তালিকায় আছেন অ্যালান শেয়ারার, প্যাট নেভিন, এরিক ক্যানটোনার মত বিশ্বখ্যাত ফুটবলাররাও। সবারই এক কথা- অতি অভিনয় করছেন নেইমার।
তবে রোনালদো অবশ্য নেইমারের পক্ষেই আছেন।নেইমার এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া খেলোয়াড়দের অন্যতম বলেও উল্লেখ করলেন তিনি।
“ফুটবল দেখা ও ব্যাখ্যা করার অনেক রকম কায়দা আছে। আমি নেইমারের বিরুদ্ধে করা সকল সমালোচনার সাথে দ্বিমত পোষণ করছি। নিজের গতিবিধির ক্ষেত্রে সে মেধাবী একজন খেলোয়াড় এবং নিজেকে কীভাবে রক্ষা করতে হয় সেটাও সে ভাল করেই জানে। আমার মনে হয় না রেফারি তাঁকে ভালভাবে রক্ষা করতে পেরেছে", এভাবেই নেইমারের পক্ষে কথা বললেন ’৯৮ এর বিশ্বকাপ জেতানো ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তী।
“সবাই যখন বারবার আমাকে আঘাত করতে থাকবে তখন আমার প্রতি অবিচার করা হচ্ছে এমন মনে হওয়াটাই স্বাভাবিক। সমালোচনাগুলো কাণ্ডজ্ঞানহীন (ননসেন্স)। টিভি শো আর পত্রিকাগুলো শুধু চায় তাদের খালি জায়গা ভরাট করতে।”
তবে অভিনয়ের সমালোচনা আসলেও নিজের প্রকৃত রূপ ঠিকই চেনাচ্ছেন নেইমার। শেষ দুই ম্যাচে একটি করে গোল পেয়েছেন। বিশেষ করে নকআউটের ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
মতামত দিন