কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে হতাশা কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টাইন ফুটবলাররা। তারপরেও সৌজন্য জ্ঞান হারাননি আগুয়েরো। পরিবার, আত্মীয়, বন্ধু থেকে শুরু করে ভক্তদের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে টুইট বার্তা দিয়েছেন তিনি। তবে কোচ সাম্পাওলি আর কোচিং স্টাফদের প্রতি কেন এই ক্ষোভ?
শনিবার ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের ২য় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। সে ম্যাচে প্রথম একাদশে ছিলেন না আইসল্যান্ড ম্যাচে গোল পাওয়া সের্হিও আগুয়েরো। তবে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচে চমৎকার হেডারে ৩য় গোল করে তার ভালো জবাব দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পরে আলবিসেলেস্তাদের। ওই ম্যাচের পর সাম্পাওলি বলেন খেলোয়াড়রা নাকি তার পরিকল্পনা ও কৌশলের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি। আগুয়েরোকে এ বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি কোচকে জিজ্ঞেস করুন”। তারপর সরাসরি সংবাদ সম্মেলন থেকে উঠে হাঁটা দেন তিনি।
আগুয়েরোর সাথে সাম্পাওলির এ মনমালিন্যের গুজব সত্যতা পায় সোমবারে করা তার এক টুইট বার্তায়। সতীর্থ খেলোয়াড় থেকে শুরু করে দলের রাঁধুনিদেরও ধন্যবাদ জানাতে ভুল করেননি আগুয়েরো। তবে তার ধন্যবাদ বার্তার জায়গা মেলেনি আর্জেন্টাইন হেডকোচ হোর্হে সাম্পাওলির।
বার্তায় বলা হয়েছে, “আমার ছেলে, পরিবার এবং বন্ধুরা যারা আমাকে প্রতিদিন সঙ্গ দেয় তাদেরকে ধন্যবাদ জানানোর এটাই সময়।”
“আর্জেন্টিনা এবং আরও অনেক দেশ থেকে যারা আবেগ ও ভালোবাসা নিয়ে সমর্থন করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং সবার আগে ধন্যবাদ আমার সতীর্থদের যারা প্রতিটি ম্যাচে সবটুকু উজাড় করে দিয়ে খেলার জন্য বিশ্বের সেরা।”
“ধন্যবাদ দলের চিকিৎসক, ফিজিও এবং শেফদের যারা দারুণ একটা দলের অংশ। সবসময় একসঙ্গে লড়াই চালিয়ে যাব। আর্জেন্টিনা আমি তোমাকে ভালোবাসি।”
মতামত দিন