আজ গ্রুপ পর্বের শেষ দিন ২৮ জুন থাকছে ৪টি ম্যাচ। এক নজরে দেখুন রাশিয়া বিশ্বকাপে আজকের ম্যাচ গুলোতে কে কার প্রতিপক্ষ।
আজ বৃহস্পতিবার ‘গ্রুপ-এইচে’ জাপানের বিপক্ষে লড়বে পোল্যান্ড। ভলগোগ্রাদ অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
একই সময়ে আরেক ম্যাচে সামারা অ্যারেনায় কলম্বিয়ার মুখোমুখি হবে সেনেগাল।
অন্যদিকে, সারানস্কে মর্দোভিয়া অ্যারেনায় গ্রুপ-জি’র খেলায় পানামার বিপক্ষে মাঠে নামবে তিউনিসিয়া। বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি।
একই সময়ে ইংল্যান্ডের সাথে লড়বে বেলজিয়াম। ম্যাচটি অনুষ্ঠিত হবে কালিনিনগ্রাদ অ্যারেনায়।
ম্যাচ গুলো সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন,নাগরিক টিভি, মাছরাঙ্গা টিভি এবং সনি ইএসপিএন এর পর্দায়।
মতামত দিন