জন্মদিনে মেসিকে ৬০ কেজি চকলেটের তৈরি তারই প্রতিকৃতি উপহার দিচ্ছে মস্কোর এক কনফেকশনারি।
১৯৮৭ সালের আজকের এই দিনে পৃথিবী পেয়েছিলো সর্বকালের সেরা ফুটবলারদের একজন, ফুটবলের ‘লিটল ম্যাজিশিয়ান’ লিওনেল মেসিকে!
তার পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি! আজ রবিবার (২৪ জুন) ৩১তম জন্মদিন পালন করছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বিশ্বকাপে এখনও কাঙ্খিত পারফরম্যান্স দেখাতে পারেননি মেসি। অভিষিক্ত আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ‘ড্র’ আর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্যও এখন সমীকরণের গেঁড়াকলে। সমালোচনার মুখ থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাতেই তাই মস্কোর এক কনফেকশনারি তার জন্মদিনে তাকে উপহার দিচ্ছেন আরেক লিওনেল মেসি!
মস্কোর আলতুফিয়েনভ কনফেকশনারির স্বত্বাধিকারি দারিয়া মালকিনা বলেন, “সৌভাগ্যক্রমে আমরা জানতে পারি যে ২৪ জুন লিওনেল মেসির জন্মদিন। তখনই ভেবেছি কেননা লিওনেল মেসিকে আমরা আরেকটা লিওনেল মেসি উপহার দিই?”
‘বার্থডে বয়ে’র হাতে উপহারটি পাঠাতে তার প্রতিনিধির সাথে কথাও সেরে ফেলেছেন মালকিনা।
৬০ কেজি চকলেট দিয়ে গড়া লিও’র এ প্রতিকৃতি শোভাপাবে মস্কো থেকে ৫০কিলোমিটার দূরের শহর ব্রনিতসি’তে, যেখানে তাঁবু গেড়েছে আলবিসেলেস্তারা।
সাম্প্রতিক পারফরম্যান্সের দরুন সমালোচনার তোপের মুখে পড়া এই বার্সা স্ট্রাইকারকে উজ্জীবিত করতেই এমন প্রয়াস প্রতিষ্ঠানটির।
মতামত দিন