নটিংহামের ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার সিরিজের ৩য় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে তুলোধুনো করে ৪৮১ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড।
জনি ব্যারিস্টো’র দাপুটে ১৩৯ রান আর অ্যালেক্স হেলসের ১৪৭ রানের অনবদ্য ইনিংসে দু’বছর আগে পাকিস্তানের বিপরীতে গড়া সর্বোচ্চ রানের রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়লেন সেই ট্রেন্ট ব্রিজেই।
অধিনায়ক এভিন মরগানের ২১ বলে করা অর্ধ্বশতকে দেশের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরিয়ানের পাশাপাশি ইংলিশদের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিকও তিনি।
যদিও মনে হচ্ছিলো ইংল্যান্ড ৫শত রান করে ফেলবে, তবে শেষ দিকে কিছু উইকেট পতনের ফলে তা হয়ে ওঠেনি।
শেষ চার ওভারে কোনো বাউন্ডারির দেখা না পেলেও এর আগে পুরো ইনিংসে মোট ২১ বার ওভার বাউন্ডারি দেখেছে ট্রেন্ট ব্রিজের দর্শকেরা।
এ ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে খরুচে বোলারের নাম অ্যান্ড্রু টাই। তার করা মাত্র ৯ ওভারেই ১০০ রান সংগ্রহ করেছে ইংলিশরা।
মতামত দিন