তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৪৬ রানের জবাবে দুই উইকেট হারিয়ে সহজেই জিতে গেছে আফগানিস্তান ‘এ’ দল।
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে হার স্বাভাবিকভাবেই বাংলাদেশ শিবিরে চিন্তার খোড়াক যোগাবে। একদিন বিরতি দিয়েই রবিবার প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। বৃষ্টির কারণে নির্ধারিত সময় আটটার বদলে ম্যাচটি শুরু হয় সাড়ে ৯টায়। দেড়ঘণ্টা বিলম্ব হলেও পুরো ২০ ওভারের খেলা মাঠে গড়ায়।
দেরাদুন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তোলে ১৪৫ রান। লিটন ও সৌম্য প্রত্যাশামতো উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ এনে দেন।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। এছাড়া মুশফিক ২৭, সাকিব ১৯ ও সাব্বির ১৮ রান করে দলের পুঁজি ১৪৫ করতে ভূমিকা রাখেন।
জবাবে আফগানিস্তান ১৭.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। যদিও শুরুতে আফগান শিবিরে আঘাত হেনেছিলেন দুই পেসার আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী। কিন্তু শেষ পর্যন্ত সেই সাফল্য ব্যর্থতায় শেষ হয়েছে। বাংলাদেশ ম্যাচ হারে আট উইকেটের ব্যবধানে।
মতামত দিন