তাকে দলের মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে দলের মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি।
শনিবার (৯ অক্টোবর) মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরপরই পরবর্তী মহাসচিব হিসেবে নাম আসে দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম।
মতামত দিন