তিনি বলেন, আমাদের দ্বারা এখানকার মানুষ বিগত ৩৬ বা ৩৮ বছরে অত্যাচারিত হয়নি
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, “রাষ্ট্র পরিচালনা কোনো জমিদারী প্রথা নয়। দেশটা জনগণের পয়সায় চলে। জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে কাজ করতে হবে। এলাকায় কোনো ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কারও সংশ্লিষ্টতা কাম্য নয়। আমরা চেষ্টা করি যাতে কোন অন্যায় কাজ না হয়।”
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঞ্জু বলেন, “আমাদের দ্বারা এখানকার মানুষ বিগত ৩৬ বা ৩৮ বছরে অত্যাচারিত হয়নি। আমরা এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করে এসেছি। তাই এলাকার মানুষ সব সময় আমাদের সাথে আছে। আমাদের প্রতি মানুষের এই ঐক্যবদ্ধ সমর্থনই এলাকার উন্নয়ন বরাদ্দ আনয়নে কেন্দ্র থেকে সুনজর নিশ্চিত করেছে। আপনারা দোয়া করবেন যাতে যতদিন বেঁচে থাকব আল্লাহর ইচ্ছা ও রহমতে ততদিন যেন মানুষের সেবা করতে পারি। আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এই দোয়া করি। এলাকার ছেলে-মেয়েরা যাতে লেখা-পড়া করে মানুষের মত মানুষ হয় তার জন্য চেষ্টা থাকতে হবে। পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
জেপি চেয়ারম্যান বলেন, “৩৬ বছর ধরে আমি আপনাদের মাঝে আছি। এই সময়কালে এলাকার মানুষের কাছ থেকে যেসব সমস্যার কথা শুনেছি, দাবি-দাওয়ার কথা শুনেছি তাহলো রাস্তা-ঘাট প্রয়োজন, বিদ্যুৎ প্রয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। এখন সবাই চাকরির কথা বলে, চাকরি মানে কর্মসংস্থানের দাবি। অতীতে যেসব উন্নয়ন কাজ হয়েছে তাহলো অবকাঠামোগত উন্নয়ন, এখন প্রয়োজন শিক্ষিত বেকার ছেলেদের জন্য কাজ। এজন্য আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে। মনে রাখতে হবে নতুন প্রজন্মের কর্মসংস্থান দিতে না পারলে যে বেকারত্বের ঢেউ সৃষ্টি হবে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। আমরা সবসময় মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টায় সক্রিয় ছিলাম।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ইউএনও সীমা রানী ধর, নদমূলা ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রশীদ খসরু জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা এমরান হোসেন তালুকদার প্রমুখ।
মতামত দিন