আওয়ামী লীগ এখন অর্থ উপার্জনে নিমজ্জিত একটি দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগ এখন অর্থ উপার্জনে নিমজ্জিত একটি দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অতীতে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই ও স্বাধীনতার জন্য যুদ্ধ করলেও বর্তমানে তারা জনগণের উপর নির্যাতন করা একটি দল। জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল।
“বিএনপি কেবল কর্মীদের মুগ্ধ করার জন্য আন্দোলনের কথা বলে” আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “সব দলের কাজই হচ্ছে কর্মী ও জনসাধারণকে মুগ্ধ করা। তার (ওবায়দুল কাদের) নেত্রীকে তোষামোদি করার জন্যই তিনি এই সব কথা বলে থাকেন।”
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগকে ক্ষমা করা যায়না, কারণ তারা জনগণের মুক্তির স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, মালিকানাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র কিছু ব্যক্তি কিছু আমলার সাথে যোগসাজশে সমগ্র দেশকে তারা শোষণ করছে। সরকার এতোটাই দুর্নীতিগ্রস্ত যে, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া ও জরিপে তাদের বিষয়গুলো ব্যাপকভাবে উঠে আসছে। দেশের মানুষকে শোষণ করে বিদেশি বিভিন্ন ব্যাংকে টাকা, বাড়িঘর, সম্পদের পাহাড়ের খবর আসছে, যা খোদ পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন।”
মির্জা ফখরুল বিস্ময় প্রকাশ করে বলেন, “একজন পুলিশের এএসআইয়ের যদি ঢাকায় ১৮ টা বাড়ি, বিদেশেও বাড়ি থাকে তাহলে সামগ্রিক লুটপাটটা কত অংকের হতে পারে!”
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির ব্যাপারে তিনি বলেন, “একটা সম্পূর্ণ সাজানো মামলায় তাকে সাজা দিয়ে তার প্রাপ্য জামিনের অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। এরা এতোটাই নির্যাতনকারী সরকার যে, মানুষের মৌলিক যে অধিকার সেটা থেকেও একজন তিনবারের প্রধানমন্ত্রীকে বঞ্চিত করা হচ্ছে।”
আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের প্রশ্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ ব্যাপারে আমরা বেশি কিছু বলতে চাইনা কারণ এটা সে দেশের আভ্যন্তরীণ ব্যাপার, আফগানিস্তানের জনসাধারণ ঠিক করবেন যে তারা কাকে ক্ষমতায় বসাবেন। তবে আমরা জোর দিয়ে বলতে চাই যে, বিএনপি কোনো মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদকে সমর্থন করে না। কারণ এগুলো মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারে না।”
মতামত দিন