গত ১৬ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন খন্দকার মাহবুব হোসেন
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শিশির মনির।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে, গত ১৬ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন খন্দকার মাহবুব হোসেন। এরপর থেকে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খন্দকার মাহবুব হোসেন চারবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতামত দিন