রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। রাত পৌনে আটটা দিকেও সেখানে অভিযান চলছিল বলে জানিয়েছেন ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক।
মো. আসাদুজ্জামান জানান, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক মিলিত হয়েছিল তারা। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুর রব, হামিদুর রহমান আজাদ, ইয়াসিন আরাফাত, মোবারক হোসেন ও ইজ্জত উল্লাহ। এছাড়া বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
মতামত দিন